শিরোনাম
অস্ট্রেলিয়ায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নাম লিখিয়েছে আয়ারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার মাসকাটে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ‘এ’ গ্রুপ থেকে আয়ারল্যান্ড ওমানকে ৫৬ রানে এবং আরব আমিরাত ৬৮ রানে নেপালকে হারিয়ে এই যোগ্যতা অর্জন করে।
আল আমেরাতে প্রথম সেমিফাইনালে ব্রিতিয়া অরবিন্দ (২৩ বলে ৪৬) এবং মোহাম্মদ ওয়াসিমের (৪৮ বলে ৭০) দারুণ দুই ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৭৫ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল সংযুক্ত আরব আমিরাত।
জবাবে আহমেদ রাজার ফাইফারে (৫/১৯) ইনিংসের ৮ বল বাকি থাকতে মাত্র ১০৭ রানেই গুটিয়ে যায় নেপাল। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন দীপেন্দ্র সিং।
অন্যদিকে আল আমেরাতে দ্বিতীয় সেমিফাইনালে গ্যারেথ ডেলানি (৩২ বলে ৪৭) আর অ্যান্ডি ম্যাকব্রাইনের (২১ বলে ৩৬) ব্যাটে চড়ে ৭ উইকেটে ১৬৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় আয়ারল্যান্ড।
জবাবে ইনিংসের ৯ বল বাকি থাকতে ১০৯ রানে অলআউট হয় ওমান। দলের পক্ষে সোহাইব খান যা একটু লড়াই করতে পারেন। ২২ বলে ৩০ রান করেন তিনি।
আয়ারল্যান্ডের সিমি সিং ২০ রানে নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট শিকার জশ লিটল, ক্রেইগ ইয়ং আর অ্যান্ডি ম্যাকব্রাইনের।
ইতিমধ্যেই বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত হয়ে গেলেও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি আছে আয়ারল্যান্ড আর আরব আমিরাতের। বৃহস্পতিবার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে দুই দল।