নেইমারের কেনো এতো ছুটি চাই?

ফানাম নিউজ
  ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৮

মাঠে হালকা ধাক্কায় পড়ে যাওয়া, একটু বেশি গড়াগড়ি খাওয়া; নানা কারণে অনেকেই নেইমারকে ডাকেন ফুটবল মাঠের আভিনেতা বলে। কারো মতে তো নেইমার খেলার চেয়ে অভিনয়টাই বেশি করেন। এসব আলাপ নেইমারের কানেও যায়, তাই তো তিনি নেটফ্লিক্সের বানানো ‘নেইমার দ্য পারফেক্ট ক্যায়োস’ তথ্যচিত্রে এ বিষয়ে কথা বলেছেন। তার দাবি, পরিচিত আর বন্ধুদের কাছে তিনি ব্যাটম্যান আর বাকিদের কাছে জোকার।

আছে ইনজুরি। চোটের কারণে নেইমারকে অনেক দিন খেলার বাইরে থাকতে হয়েছে। ২০১৪ সালের বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষের ম্যাচে পাওয়া চোটও নাকি তাকে এখনো ভোগায়। এসবের বাইরে আছে আরেকটা আলাপ, নেইমার বেশ বিলাসী। পার্টি আর মাস্তিতে ডুবে থাকতে তিনি ভালোবাসেন। করোনা বিধি ভেঙেও তিনি পার্টি করেছেন। সে নিয়ে সমালোচনাও আছে বেশ। চোটের নাম করে তিনি বোনের জন্মদিন উদযাপন করতে গেছেন সে অভিযোগও আছে।

এসব পার্টি আর বিলাসিতার জন্য নেইমারের একটু বেশিই ছুটি চাই। তবে পিএসজির মতো ক্লাবে ব্যস্ততা বেশি, সারা বছরই খেলার চাপ থাকে। ইনজুরি ছাড়া খুব একটা ছুটি পাওয়ার সুযোগ নাই। তাই এবার নেইমার জানালেন, একটু বেশি ছুটির জন্য তিনি আমেরিকার ক্লাবে খেলতেও রাজি আছেন।

ফেনোমেনোস পডকাস্টকে দেয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘আমি আমেরিকায় খেলতে পছন্দ করবো। ওখানে অন্তত একটা মৌসুম খেলতে চাই। ওদেরে মৌসুম সংক্ষিপ্ত, আমি তিন মাসের ছুটি পাবো নিশ্চিত।’