শিরোনাম
স্রেফ মজা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ‘নেক্সট সিক্স ইয়ারস’ শিরোনামের একটি ফিচার ব্যবহার করছেন। এর মাধ্যমে মজা করেই জীবনের পরের ছয়টি বছরের কেমন যাবে জানতে চাচ্ছেন অনেকে। তবে এই মজাটা খুব সহজেই বিশ্বাসে রূপান্তরিত হতে পারে।
যেমন ধরুন- next 6 years ফিচারে আপনি দেখলেন ২০২২ সালে কোনো সম্পর্কে জড়াবেন, ২০২৪ সালে গাড়ি কিনবেন, ২০২৫ সালে বিয়ে হবে, ২০২৬ সালে সন্তানের বাবা হবেন। এর মধ্যে কোনো একটা মিলে গেল! তখন সর্বপ্রথম আপনার মাথায় এটা আসবে, হ্যাঁ, ওই গেমটার কথা তো মিলে গেছে! ভবিষ্যত বাণী সত্য হয়েছে।
এমন প্রত্যাশা অবশ্য এখনও অনেকে করেন, এখানে মজার ছলে হলেও দেওয়া ভবিষ্যত বাণী যেন পূরণ হয়। যেমন, কেউ দেখলো ২০২৪ সালে গাড়ি কিনবেন। তখন সে মনে মনে আশা করে, আহ্! যদি এটা সত্যি হতো!
অথচ হজরত হাফসা (রা.) কর্তৃক বর্নিত, হজরত মুহাম্মদ (সা.) বলেন, “যে গণকের কাছে যায় এবং কোনো বিষয়ে জিজ্ঞাসা করে তার চল্লিশ দিন ও রাত্রির নামাজ গ্রহণযোগ্য হবে না।” (সহিহ মুসলিম, হাদিস নং- ৫৫৪০)
পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, “হে ঈমানদারগণ! এ মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক শরসমূহ এ সমস্তই হচ্ছে ঘৃণ্য শয়তানী কার্যকালাপ। এগুলো থেকে দূরে থাকো, আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে।” (সুরা মায়েদা-৯০)
আরো ইরশাদ হয়েছে, “বল আল্লাহ ব্যতীত আকাশমন্ডলী ও পৃথিবীতে কেউই অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না।” (সুরা আন-নামল: ৬৫)
আধুনিক এ যুগে এসে শিরক করার জন্য কষ্ট করে গণকের কাছে যেতে হয় না। একদম প্রস্তুত থাকে আঙ্গুলের ডগায়। জাস্ট Tap to Play। শয়তান তার দলবল নিয়ে কৌশলে এভাবেই সরলমনা মানুষের ঈমানে আক্রমণ করে। মনে রাখবেন, এ ধরণের মানুষ তওবা না করে মারা গেলে কুফুরি অবস্থায় তার মৃত্যু হবে।