শিরোনাম
‘দি টাইটানিক’-এর ওপর দাঁড়িয়ে পূজায় ভক্তি অর্ঘ্য অর্পণ করলেন সাতক্ষীরার দেবহাটার পারুলিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা। সূত্র: যুগান্তর
সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া গ্রামে পূজামণ্ডপ গড়ে উঠেছে ডুবে যাওয়া ‘দি টাইটানিক’-এর উপর। ১২০ ফুট দৈর্ঘ্যের ও ৬০ ফুট উচ্চতার কাষ্ঠ নির্মিত সুদৃশ্য কাপড়ের বেষ্টনীঘেরা টাইটানিকের একপাশে স্থাপিত হয়েছে দেবীদুর্গা প্রতিমা। প্রতি দিন শত শত নারী ও পুরুষ দর্শনার্থী ভক্তরা দেখতে আসছেন ব্যতিক্রমী ধাঁচের এই প্রতিমা।
দক্ষিণ পারুলিয়া পূজামণ্ডপের সাধারণ সম্পাদক দিলীপ সরকার জানান, আমরা প্রতি বছর বিভিন্ন আদলে প্রতিমা তৈরি করে থাকি। এর আগে হেলিকপ্টারের উপর প্রতিমা ও তার আগে পাহাড়ের ওপর প্রতিমা তৈরি করে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি।