শনিবার বদলানো হবে কাবা শরীফের গিলাফ

ফানাম নিউজ
  ২৬ জুলাই ২০২২, ১২:০২

পবিত্র কাবা শরীফে আগামী শনিবার লাগানো হবে নতুন গিলাফ। পুরনো গিলাফটি সরিয়ে সম্পূর্ণ নতুন গিলাফে মোড়ানো হবে আল্লাহর ঘর কাবা।

শনিবার ইসলামিক নতুন বছর শুরু হবে। আর নববর্ষের দিন বদলানো হবে গিলাফ। পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে এ তথ্য। 

প্রেসিডেন্সির প্রধান শেখ আব্দুলরহমান আল-সুদাইসের অধীনে ১৬৬ জন কারিগর বাৎসরিক এ কাজটিতে অংশ নেবেন। 

এদিকে কাবার গিলাফ তৈরিতে প্রায় ২০০ জন শিল্পী ও কর্মচারি আব্দুল আজিজ কমপ্লেক্সে কাজ করে থাকেন। বিভিন্ন বিভাগে কাজ করেন তারা। কাবার গিলাফের প্রত্যেকটি অংশ তৈরির জন্য আলাদা আলাদা বিভাগ আছে।

এখানে থাকা সেলাই বিভাগে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ সেলাই মেশিন। যেটি ১৬ মিটার লম্বা। কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে এটি চালানো হয়। 

এদিকে কাবার নতুন গিলাফটি তৈরি করা হয়েছে ৬৭০ কেজি কাঁচা সিল্ক দিয়ে। এগুলোতে কালো রঙ করা হয়েছে। তাছাড়া গিলাফ তৈরিতে ১২০ কেজি সোনালী রঙের সুতা এবং ১০০ কেজি রুপালী রঙের সুতা ব্যবহার করা হয়েছে। 

সূত্র: আরব নিউজ

ধর্ম এর পাঠক প্রিয়