শিরোনাম
হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রায় ৪৮ হাজার ১৭১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তবে মোছা. ফাতেমা বেগম নামে ৫৯ বছর বয়সী এক নারী যাত্রী মারা গেছেন। এ নিয়ে গত ২৫ দিনে মোট আট বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। শুক্রবার (১ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
বুলেটিনে বলা হয়, ফাতেমার বাড়ি ঢাকার সাঁতারকুলে। পাসপোর্ট নম্বর-EE0382843।
হজফ্লাইট শুরুর পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১৩৩টি হজ ফ্লাইটে সৌদি আরবে গেছেন ৪৮ হাজার ১৭১ হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ৭৮৬ জন হজ পালন করতে গেছেন।
হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে মারা যাওয়া ৮ জন হজযাত্রীর মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী।
উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে মোট ৬০ হাজার জন হজ করতে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন।
গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।
সূত্র: আরটিভি