শিরোনাম
রমজান শুরু হওয়ার পর এখন পর্যন্ত মদিনার মসজিদে নববীতে অন্তত ১ কোটি ৪০ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন।
সম্প্রতি সৌদি আরবের সংবাস্থ সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এমন খবর জানিয়েছে আল আরাবিয়া।
পবিত্র রমজান মাসে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ও সৌদি আরবের মুসল্লিদের নির্বিঘ্নে মসজিদে নববীতে নামাজ আদায়ের ব্যবস্থা করতে নিজস্ব লোকবল ছাড়াও বাইরের প্রতিষ্ঠানগুলো একসঙ্গে কাজ করেছে বলে জানিয়েছে মসজিদে নববীর দায়িত্বে থাকা কর্তৃপক্ষ।
সৌদি প্রেস এজেন্সি, আন্ডার জেনারেল ফর এক্সিকিউটিভ এন্ড ফিল্ড অ্যাফেয়ার্সের আব্দুলআজিজ আল-আইয়ুবির বরাত দিয়ে জানিয়েছে, দায়িত্বে থাকা দলগুলো লাখ লাখ মুসল্লিদের সুবিধার্থে ২৪ ঘণ্টা ও দ্বিগুণ কাজ করেছে।
এদিকে রমজানে মসজিদে নববীতে কোটিরও বেশি মানুষ নামাজ আদায় করলেও এবং বিভিন্ন পবিত্র স্থানে জমায়েত হলেও এখানে মহামারীর কোনো প্রাদুর্ভাব দেখা দেয়নি। তাছাড়া বড় কোনো ধরনের রোগ বালাইও দেখা দেয়নি।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য।
মহামারির কথা মাথায় রেখে ও সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে আগাম ব্যবস্থা করেছে সৌদি আরব।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজিল জানিয়েছেন, মন্ত্রণালয় প্রতিরোধমূলক, নিরাময়মূলক ব্যবস্থা অব্যহত রেখেছে।
সূত্র: আল আরাবিয়া