শিরোনাম
করোনার দীর্ঘ সময়কালে মক্কার পবিত্র মসজিদুল হারামে বিভিন্ন বিধি ও সীমাবদ্ধতা ছিল। শিশুদের সেখানে প্রবেশে এক প্রকার নিয়ম করে নিষেধাজ্ঞা ছিল। এখন সাত ও তার চেয়ে বেশি বয়সী সব শিশুকে পবিত্র দুই মসজিদ মসজিদুল হারাম ও মসজিদ-ই-নববী ভ্রমণের অনুমতি দেয়া হবে।
সম্প্রতি সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজে প্রকাশিত প্রতিবেদনে এই খবর পাওয়া যায়।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর পবিত্র মসজিদুল হারামে আগত মুসল্লি ও ওমরাহযাত্রীদের জন্য বেঁধে দেয়া হয় নানা নিয়ম। কাবা প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে পথনির্দেশক স্টিকার লাগানো হয়। পাশাপশি কিছু নির্দেশনাও দেয়া হয়েছিল। সেগুলোর মধ্যে সামাজিক দূরত্ব রক্ষা, মাস্ক পরা, হাত ধৌত করা, জায়নামাজ নেয়াসহ সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ অনুসরণ বাধ্যতামূলক করা হয়। এছাড়াও জীবাণুমুক্ত রাখতে প্রতিদিন ১০ বার ধোয়া হয় মসজিদ প্রাঙ্গণ।
ওমরাহ পালনের জন্য যে টিকা নিতে হবে
ওমরাহ পালনে আগ্রহীদের বাধ্যতামূলকভাবে সৌদি সরকার অনুমোদিত করোনার টিকা সমূহের যে কোন একটির উভয় ডোজ গ্রহণ সম্পন্ন করতে হবে। টিকাগুলো হলো- এক. ফাইজার বায়োন্টেক। দুই. মডার্না। তিন. অ্যাস্ট্রাজেনেকা। চার. জনসন অ্যান্ড জনসন।
এছাড়া যারা চীনের তৈরি টিকার উভয় ডোজ নিয়েছেন, ওমরাহ পালনে সৌদি আরবে যেতে তাদের ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের টিকার বাড়তি বুস্টার ডোজ গ্রহণ করতে হবে।