শিরোনাম
জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বাদ জোহর জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে রওশন এরশাদের সুস্থতা কামনায় আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের দলটির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় পার্টির যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী আলহাজ্ব ইসারুহুল্লা আসিফ। এতে আরও অংশ নেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম প্রমুখ।
গত বছরের ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। অক্সিজেন লেভেল কমতে শুরু করলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার উন্নতি হলে নেওয়া হয় কেবিনে। ২০ অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়।
এরপর উন্নত চিকিৎসার জন্য গত বছরের ৫ নভেম্বর রওশন এরশাদকে ঢাকার সিএমএইচ হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। এ সময় তার সঙ্গী হন ছেলে সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ।