আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান মোশাররফের

ফানাম নিউজ
  ১১ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩৩

আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মোশাররফ বলেন, সামনে ডাক আসছে। যার যার অবস্থান থেকে যুগপৎভাবে একই ইস্যুতে আমরা আন্দোলন করব। সবাই একত্রিত হয়ে এই সরকারকে গণঅভ্যুত্থানের মাধ্যমে বিদায় নিতে বাধ্য করব, ইনশাআল্লাহ।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে যেকোনো স্বৈরাচার সরকার যে পথে বিদায় হয়েছে, সেই রাজপথই আমরা বেছে নিতে বাধ্য হব।

বিএনপির এই নেতা বলেন, এই সরকারের অধীনে ভবিষ্যতে আর কোনো নির্বাচন হতে পারে না। ২০ দলীয় জোট আগেই জানিয়েছে, শেখ হাসিনার অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না। কারণ, শেখ হাসিনার অধীনে গত দুটি নির্বাচনে প্রমাণিত যেখানে সুষ্ঠু নির্বাচন হয় না, জনগণ ভোট দিতে পারে না, সেই নির্বাচনের কোনো অর্থ হয় না।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার সার্চ কমিটিতে যাদের নাম দেবে তাদের নিয়েই নির্বাচন কমিশন হবে। এটাতে অংশগ্রহণ করা, এটা নিয়ে মাথা ঘামানো আমরা মনে করি অর্থহীন। এটা হচ্ছে ক্ষমতায় টিকে থাকার সরকারের আরেকটি নাটক। এটা সরকারের চুরি-ডাকাতির নির্বাচন করার জন্য।