সার্চ কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর: তথ্যমন্ত্রী

ফানাম নিউজ
  ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২২

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য নাম সুপারিশ করতে গঠিত সার্চ কমিটির সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর বলে মনে করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) তথ্য মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে কথা বলার সময় সাংবাদিকদের এমন কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ছয় সদস্যদের মধ্যে চারটি পদই সাংবিধানিক, এরা সরকার এবং দলের কোনও প্রতিনিধি নয়। আর যে দুজনকে রাষ্ট্রপতি নিয়োগ করেছেন, তারা অত্যান্ত নিরপেক্ষ এবং শ্রদ্ধেয়। তাই সার্চ কমিটির সদস্যদের নিরপেক্ষতা নিয়ে সঠিক নয়। নির্বাচন দলের অধীনে হয় না, কমিশনের অধীনে হয়। এ সময় একজন কনস্টেবলকেও বদলি করার ক্ষমতা সরকারের হাতে থাকে না। কাজেই সার্চ কমিটি, নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলা অবান্তর।’ 

এসময় বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি হস্তক্ষেপ চেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠি দিয়েছেন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশিদের কাছে বাংলাদেশে সাহায্য বন্ধ করে দেওয়ার জন্য যে চিঠি লিখেছেন, সেটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। এজন্য বিএনপি এবং মির্জা ফখরুলের বিচার হওয়ার উচিত।’

সূত্র: বাংলা ট্রিবিউন