খালেদা জিয়ার জন্য হাসপাতাল নিরাপদ: ডা. জাহিদ

ফানাম নিউজ
  ৩০ জানুয়ারি ২০২২, ০৯:০৮

করোনা ঝুঁকির মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য হাসপাতাল নিরাপদ বলে জানিয়েছেন তার চিকিৎসক দলের সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

গতকাল খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয়ে এ কথা জানান ডা. এ জেড এম জাহিদ। লিভার সিরোসিস, কিডনি, আরথ্রাইটিস, হাইপারটেনশন ও ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন টানা আড়াই মাস ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, হাসপাতাল থেকে বাসায় নেওয়ার মতো অবস্থা নেই। বিভিন্ন রোগ থাকায় প্রতিনিয়ত চিকিৎসার পরিবর্তন আনতে হচ্ছে। যখন যে উপসর্গ বাড়ে তার সেই চিকিৎসা করা হচ্ছে।

করোনা প্রকোপ বাড়ছে, তখন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া ঝুঁকিপূর্ণ কিনা? এমন প্রশ্নে তিনি বলেন, শারীরিক অবস্থা ভালো হলে মেডিকেল বোর্ড ওনাকে হাসপাতালে থাকতে বলতেন না। উনারা মনে করেছেন, বাসা থেকে হাসপাতাল ‘বেটার’। তাই হাসপাতালে রেখেছেন। আর ওনাদের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা চলবে।

সূত্র: জাগো নিউজ