শিরোনাম
বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশের আমীর মাওলানা জাফরুল্লাহ খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সূত্র: আরটিভি
শুক্রবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের দামপাড়ায় আল জামেয়া ইসলামিয়া মাদরাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাফরুল্লাহ খানের ছাত্র মাওলানা রাশিদুল হক।
তিনি বলেন, চট্টগ্রামের দামপাড়ায় আল জামেয়া ইসলামিয়া মাদরাসায় দুপুরে জুমার নামাজের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। এর কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।
জাফরুল্লাহ খান স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
দীর্ঘদিন মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জি হুজুর প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ছিলেন মাওলানা জাফরুল্লাহ খান।