নির্বাচনের মোড় ঘোরাতে পারেন তরুণ ভোটাররা

ফানাম নিউজ
  ১৬ জানুয়ারি ২০২২, ১২:৩৬
আপডেট  : ১৬ জানুয়ারি ২০২২, ১৪:৪২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ চলছে।  জয়ের মালা কার গলায় উঠবে সেলিনা হায়াৎ আইভী নাকি তৈমুর আলম খন্দকার— সেটি জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।  তবে স্থানীয়রা রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নৌকার পালে হাওয়া লাগবে নাকি হাতি জিতবে সেটি নির্ধারণ করবেন তরুণ ভোটাররা। প্রায় অর্ধলাখ তরুণ ভোটার এবার নারায়ণগঞ্জ নির্বাচনের নিয়ামক শক্তি। সূত্র: যুগান্তর

নাসিক নির্বাচনে ২০১৬ সালে ভোটার ছিল ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন।

এবার ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৫৭। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৩৪ এবং নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৯ জন। 

সে হিসাবে এবার নতুন ভোটার ৪২ হাজার ৪২৬, যা মোট ভোটারের প্রায় সাড়ে ৮ শতাংশ। 

প্রার্থীরা বিশ্বাস করেন, নতুনদের আছে ফল বদলে দেওয়ার ক্ষমতা। তাই নতুন ভোটারদের মন জয়ে দুই প্রার্থীই চেষ্টা চালিয়েছেন। নির্বাচনি প্রচারের সময় দিয়েছেন নানা প্রতিশ্রুতি।

এবার যারা নতুন ভোটার হয়েছেন, প্রথমবারের মতো ভোট দিতে মুখিয়ে আছেন তারা। জীবনের প্রথম ভোট তারা একটু হিসাব করেই দেবেন। শুধু আশ্বাসে আশ্বস্ত হতে চান না তারা। 

বদলাতে আর দিনবদলের সারথি হতেই ভোটাধিকার প্রয়োগ করবেন তরুণরা। অপরাধ ও দূষণমুক্ত মানবিক নারায়ণগঞ্জ যিনি গড়তে পারবেন, তাকে বেছে নেওয়ার কথা জানান এ তরুণরা। 

তরুণ প্রজন্মের মূল চাওয়া মাদক ও দুর্নীতিমুক্ত নারায়ণগঞ্জ। যানজটমুক্ত সবুজ নগর। তা ছাড়া বর্তমান সমাজে কিশোর গ্যাং বলে নতুন একটা কালচার তৈরি হয়েছে। এ শহরেও রয়েছে একাধিক কিশোর গ্যাং। ওরা নানা অপরাধে যুক্ত হয়ে পড়ছে। 
তরুণরা চান, যিনি নতুন মেয়র হবেন, তাকে এসব নিয়ন্ত্রণে কঠোর হতে হবে। মানবিক সমাজ গঠনে যিনি কাজ করবেন, নতুন প্রজন্ম তাকেই আজ ভোট দেবে। 

নির্বাচনের আগ মুহূর্তে নতুন ভোটারদের অনেকেই বলেছেন, সবকিছু হিসাব করে যাকে যোগ্য মনে করব, তাকেই জীবনের প্রথম ভোট দিতে চাই। অবাধ ও সুষ্ঠুভাবে যাতে ভোট দিতে পারি, সেই পরিবেশ নিশ্চিত করার দাবি তাদের। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন ভোটারদের পাশাপাশি নাসিক নির্বাচনে মেয়র পদে জয়-পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন নারী ভোটাররা। এবার মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। নারী ভোটাররা যার দিকে ঝুঁকবেন, জয়ের পাল্লা সেদিকেই ভারি হবে। 

এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম  বলেন, এবারের ভোটে জয়-পরাজয়ের ক্ষেত্রে নারী ভোটাররা নিয়ামক শক্তি। পাশাপাশি এবার প্রায় অর্ধলাখ নতুন ভোটার। তারাও প্রার্থীদের হার-জিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।