শিরোনাম
দেশের সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্য গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বিজয়ের ৫০ বছর পূর্তিতে জাতীয় স্মৃতিসৌধের শহীদদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আহ্বান করেন।
তিনি বলেন, আমাদের অতীতের অনেক ভুল রয়েছে। মানুষের জীবনে ভুল থাকবেই। ইতিহাস সফলতা ও ব্যর্থতার গল্প থাকবেই। আমরা যদি আগামীতে শান্তি, সম্প্রীতি ও সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে চাই। তাহলে রাজনৈতিক দলগুলোর আগে একটা ঐক্য গড়ে তুলতে হবে।
নুরুল হক নুরু বলেন, স্বাধীনতার ৫০ বছর বাংলাদেশ উদযাপন করছে। এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের ও গৌরবের। আমরা দেখতে পাচ্ছি যে নিজ দেশে রাজনৈতিক দলগুলোর ভেতরে ঐক্য নেই। বৃহৎ দুটো রাজনৈতিক দল দুটি গ্রহে অবস্থান করছেন।
তিনি বলেন, বাংলাদেশে দীর্ঘদিন থেকে নির্বাচন নিয়ে একটি সংকট রয়েছে। স্বাধীনতার ৫০ বছরে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারিনি। বাংলাদেশের সুবর্ণজয়ন্তী করতে হচ্ছে একটি বিনা ভোটের কর্তৃত্ববাদী সরকারের অধীনে। এটাই জাতির জন্য লজ্জার৷ আর আমরা শুধু এটা বলছি না। আজ আন্তর্জাতিকভাবে স্বাধীনতার ৫০ বছরে যেখানে বাংলাদেশকে স্বীকৃতি দেবে। যেখানে বাংলাদেশ নিয়ে লেখালেখি হবে, যেখানে বাংলাদেশ নিয়ে ডকুমেন্টারি হবে। যে ৫০ বছরের একটি তলাবিহীন ঝুড়ির দেশে আজ এগিয়ে গেছে অনন্য উচ্চতায়। সেখানে দেখি আমাদের ৫০ বছরে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আসে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ।
তিনি আরও বলেন, আমরা দেখি পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রগুলো নিয়ে যখন আমেরিকার সম্মেলন হয়। ৫০ বছরে আমরা সেই গণতান্ত্রিক সম্মেলনে দাওয়াত পাইনি। এটি স্পষ্ট এক নির্দেশক আমাদের দেশে মানবাধিকার নেই, গণতন্ত্র নেই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মানবিক মর্যাদাটুকু নেই। মানবাধিকার লঙ্ঘনের কারণে বিদেশের অনেক কিছুই বন্ধ হয়ে গেছে।
নূর বলেন, আমাদেরকে শ্রদ্ধা নিবেদন করতে শহীদ মিনারে যেতে দেওয়া হচ্ছে না। চট্টগ্রাম, কুমিল্লা, শেরপুর, জামালপুর, শরিয়তপুরসহ দেশের বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে। কারা হামলা করেছে? ক্ষমতাশীল দলের নেতা-কর্মীরা। এটি একটি স্পষ্ট বার্তা যে আসলে বাংলাদেশের মানুষ মুক্তিযোদ্ধার চেতনায় এই রাষ্ট্রকে গড়তে চাইলেও এ দেশের রাজনীতিকরা তা হতে দেয়নি। তারা এই গণতন্ত্র, সাম্য ও মর্যাদাকে ছিঁড়ে টুকরো টুকরো করেছে৷