শিরোনাম
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী। বুধবার (১৫ ডিসেম্বর) হৃদরোগ সংক্রান্ত জটিলতা দেখা দিলে তাকে রাজধানীর আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন রয়েছেন বলে দলটির প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দীন রাব্বানী জানিয়েছেন।
এদিকে আতাউল্লাহ হাফেজ্জীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সংগঠনের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে হেফাজত আমির ও মহাসচিব বলেন, দেশের অন্যতম প্রবীণ সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা তার পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়ার আবেদন করছি।
হেফাজতের আমির ও মহাসচিব আরও বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর মতো একজন গুরুত্বপূর্ণ সিনিয়র আলেমের সুস্থতা ও নেতৃত্ব অত্যন্ত জরুরি। তিনি হেফাজতের গুরুত্বপূর্ণ দায়িত্বের পাশাপাশি বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর, জামিয়া নুরিয়ার মুহতামিম, বেফাকের গুরুত্বপূর্ণ সহসভাপতিসহ অনেকগুলো পদে দায়িত্ব পালন করছেন।
তারা আরও বলেন, আসুন আমরা সবাই মহান আল্লাহর দরবারে এই বুজুর্গ আলেমের পূর্ণ সুস্থতার জন্য দোয়া করি। তিনি যেন সুস্থ হয়ে আবারও নিজের দায়িত্ব আনজাম দিতে পারেন।
সূত্র: জাগো নিউজ