নির্বাচনে অতিথি পাখিরা লাল কার্ড পাবে: তথ্য মন্ত্রী

ফানাম নিউজ
  ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪০

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। যারা পিট বাঁচানোর জন্য আওয়ামী লীগে আসতে চায়, তাদেরকে আওয়ামী লীগে দরকার নেই। যারা মাদক সেবন-দুর্নীতি ও চাঁদাবাজি করে আওয়ামী লীগে তাদের স্থান নেই।

রোববার (১৯ সেপ্টেম্বর) গাইবান্ধার সার্কিট হাউজ চত্বরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের বেশিদিন বাকী নেই। আর ২ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় অতিথি পাখিরা ভোট চাইতে আসবে। তখন তাদের বলতে হবে-আপনারা এখন কেন এসেছেন। তাদের লাল কার্ড দেখাতে হবে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। বর্তমান সরকারের আমলে দেশের সার্বিক উন্নয়ন তরাম্নিত হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সাংসদ উম্মে কুলসুম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সৈয়দ শামসুল আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা চেয়ারম্যান এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা ।