কেউই আইনের ঊর্ধ্বে নয় : আইনমন্ত্রী

ফানাম নিউজ
  ০৯ নভেম্বর ২০২১, ১৬:২৯

আইনমন্ত্রী আনিসুল হক  বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার সাজা বিচার বিভাগের জন্য সুখকর নয়। এটা ঠিক যে, অন্যায় করলে সাজা পেতে হবে। এ রায়ে এটাই প্রমাণ হয়েছে, কেউই আইনের ঊর্ধ্বে নয়।

সচিবালয়ে মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে দুদকের করা মামলায় রায়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘এ রায় বিচার বিভাগের জন্য সুখকর নয়। তবে এটা ঠিক যে, অন্যায় করলে সাজা পেতে হবে। এ রায়ে এটাই প্রমাণ হয়েছে, কেউই আইনের ঊর্ধ্বে নয়। রাষ্ট্রের উচ্চপদে থাকলে তাকে কর্মকাণ্ডের হিসাব দিতে হবে, সেই দৃষ্টান্ত স্থাপন হলো। তিনি বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আইনজীবী হিসেবে আমিও বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত। তাই এটা আমার জন্য মোটেও সুখকর নয়।’

দেশের ইতিহাসে এই প্রথম সাবেক কোনো প্রধান বিচারপতির ফৌজদারি মামলায় সাজা হলো। চার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সুরেন্দ্র কুমার সিনহাকে মঙ্গলবার ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৪৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম মঙ্গলবার বেলা ১১টা ৩ মিনিটে আলোচিত মামলাটির রায় পড়া শুরু করেন। রায় ঘোষণা করেন বেলা সোয়া ১টার দিকে। ১৮২ পৃষ্ঠার রায়ে অর্থ পাচারের দায়ে সিনহাকে ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ৪৫ লাখ টাকা। আদালত বলেছেন, সাজা চলবে একসঙ্গে। ফলে সিনহাকে কারাগারে থাকতে হবে ৭ বছর।

উল্লেখ্য, রায়ে মামলাটির অন্যতম আসামি সাবেক ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীকে (বাবুল চিশতী)তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।