রোহিঙ্গাদের প্রয়োজনে অস্ত্র দিতে হবে: জাফরুল্লাহ

ফানাম নিউজ
  ২৯ অক্টোবর ২০২১, ১৬:৫৪

রোহিঙ্গা সংকট ভারতের সৃষ্টি বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘ভারতের কথা শুনে রোহিঙ্গারা আমাদের ওপর চেপে বসেছে। এখন রোহিঙ্গাদের আত্মরক্ষার শিক্ষা দিতে হবে। তাদের প্রশিক্ষিত করতে হবে, প্রয়োজনে অস্ত্র দিতে হবে, মদত দিতে হবে, যাতে তারা নিজেরাই নিজেদের আরাকান দখলে নিতে পারে।’

শুক্রবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে গণসংহতি আন্দোলনের চতুর্থ জাতীয় সম্মেলনে ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে সম্মেলনে আরও কয়েকজন রাজনীতিক বক্তব্য দেন।

সম্মেলনে উপস্থিত ড. কামালকে হোসেনকে উদ্দেশ করে জাফরুল্লাহ বলেন, ‘আপনার কাছে আবেদন, সবাইকে মাফ করে দিয়ে আমাদের সঙ্গে নিয়ে রাজপথে থাকবেন। রাজপথে থেকে অগণতান্ত্রিক এই সরকারকে আমরাই প্রতিহত করতে পারি। একত্রে থেকে রাস্তায় নামলে পরিবর্তন অবশ্যম্ভাবী।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গত ১৩ তারিখে কুমিল্লার মন্দিরে ঘটনা ঘটলো আর আজকে ধর্মমন্ত্রী সেখানে বেড়াতে গেলেন। প্রধানমন্ত্রী যাননি, তাই মন্ত্রীদেরও যাওয়া হয়নি। এ ঘটনায় এখন উদোর পিণ্ডি ভুঁদোর ঘাড়ে চাপানোর জন্য নতুন জজ মিয়াকে খুঁজে বেড়াচ্ছেন।’