শিরোনাম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো প্রার্থী বা হেভিওয়েট নেতাকে তারেক জিয়া লন্ডন থেকে মারার ষড়যন্ত্র করছে। আপনারা এটা প্রতিরোধ করবেন। বাংলাদেশের মানুষ ১৯৭১ সালকে ভয় পায়নি। এবারও যত বাধা আসুক ভয় পাবেনা।’
রোববার দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশির হাট বাজারে রাসেল স্মৃতি সংসদ চত্বরে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যারা নির্বাচন নিয়ে অপ্রচার করছেন তাদের জবাব দিতে হবে। যারা বাস-ট্রেনে আগুন দিচ্ছে, যারা মানুষ পোড়াচ্ছে তাদের বিচার হবে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী যেভাবে বর্বর নির্যাতন করছে, তারেক জিয়ার নির্দেশে বিএনপি একই কায়দায় বাংলাদেশের মানুষকে নির্যাতন করছে।
বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বন্ধ করতে চায় দাবি করে ওবায়দুল কাদের বলেন, তারা লাশের রাজনীতি করতে চায়। মোস্তাক-জিয়া ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যা করেছে, জেলখানায় জাতীয় ৪ নেতাকে হত্যা করেছে। তারেক জিয়া ও খালেদা জিয়ার নির্দেশে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা ও আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল।
মন্ত্রী আরও বলেন, ‘বিদেশি শক্তি আমাদের পরামর্শ দিলে গ্রহণ করব। কিন্তু নির্বাচনের ক্ষতি হয় এমন শক্তিকে উস্কানি দিলে মেনে নেব না। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলিরা যা করছে, আজকে বাংলাদেশে বিএনপি তা-ই করছে। কিন্তু বাংলাদেশের নির্বাচন ঠেকানোর শক্তি কারও নেই।’
ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলেছিল শেখ হাসিনা পালিয়ে যাবে। কিন্তু তিনি গোটা দেশ চষে বেড়াচ্ছেন। শেখ হাসিনা বরিশাল, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় জনসভা করছেন। মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে। জনগণ তাকে ও তাঁর দলকে ভোট দিতে প্রস্তুত। শেখ হাসিনা আগামী ৭ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হবেন। বিএনপির কাছে আছে অস্ত্র-গোলাবারুদ, আর আমাদের সঙ্গে আছে জনগণ।
উপজেলার জনতা বাজারে দ্বিতীয় পথসভায় মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে ১৬ বছর ধরে মন্ত্রী করে করেছেন। আপনারা নৌকায় ভোট দিয়ে সেই সম্মান রাখবেন। স্থানীয় এলাকাবাসীর দাবি ছিল নোয়াখালী খাল খনন। বাংলাদেশ সেনাবাহিনী সেই খাল খনন কাজ করছে। খনন কাজ প্রায়ই সমাপ্তির পথে। খুব দ্রুতই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা উদ্বোধন করবেন।’
উপস্থিত জনতার উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘আপনারা আমাকে কেমন ভালোবাসেন? ভালোবাসার রং কী? তা ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে দেখা যাবে।’
মন্ত্রী সকাল ১১টা থেকে কোম্পানীগঞ্জ উপজেলার স্থানীয় চর কাঁকড়া ইউনিয়নের ছিদ্দিকিয়া বাজার, একতা বাজার, পাটারির হাট ও কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজার ও জনতা বাজারে গণসংযোগ শেষে পথ সভায় বক্তব্য দেন। এ সময় ফেনীর সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শহীদ উল্লাহ খাঁন সোহেল, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইব্রাহীম ও পৌর মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।