শিরোনাম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জনতার পছন্দের শীর্ষে রয়েছেন ত্যাগী ও স্বচ্ছ নেতা মোল্লা মো. আবু কাওছার। বিশেষ করে স্থানীয় তরুণ ও ছাত্র-জনতার মধ্যে মোল্লা মো. আবু কাওছারকে নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তারা চায় এবার ঢাকা-৮ আসনে তাকেই আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হোক।
মোল্লা মো. আবু কাওছার খালেদা জিয়া ও এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথের অন্যতম ত্যাগী কর্মী। এক এগারো আন্দোলনের সময় ভয়াবহ দমন-পিড়ন ও নির্যাতন সহ্য করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একনিষ্ঠ কর্মী হয়ে দলের জন্য কাজ করেছেন। ঢাকা-৮ আসনের স্থানীয়রা মনে করেন দলের দুঃসময়ের এই কর্মীকে জাতির পিতার কন্যা এবার যথাযথ মূল্যায়ন করবেন। মোল্লা কাওছারকে ঢাকা-৮ আসনে নৌকার মাঝি করে জনগণের সেবা করার সুযোগ করে দেবেন।
সূত্র বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে এবার ঢাকার আসনগুলো নিয়ে ভিন্ন ভাবনা রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অন্তর্গত ১৬টি আসনে বিভিন্ন সময়ে দলের ত্যাগী নেতাদের প্রাধান্য দেওয়ার প্রস্তাব করা হয়েছে দলের হাইকমাণ্ডের কাছে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এসব আসনে দলের ত্যাগী নেতাদের সুযোগ করে দেওয়া হলে সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে এমন বিবেচনা থেকে এই প্রস্তাব করা হয়েছে বলে দাবি করা হয়েছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই প্রস্তাব দলের হাইকমান্ড গুরুত্বের সঙ্গে নিয়েছে। দলের মনোনয়ন বোর্ডের সভায় ঢাকার আসনগুলোতে দলীয় প্রার্থী চূড়ান্ত করার আগে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হতে পারে। এক্ষেত্রে ঢাকা মহানগরের ১৬টিসহ জেলার মোট ২০ আসনের কিছু আসনে নতুন মুখ দেখা যাবে তা অনেকটাই নিশ্চিত। এক্ষেত্রে মোল্লা কাওসার ঢাকা-৮ আসনে স্থানীয়দের পছন্দে সবার চেয়ে এগিয়ে আছেন।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ০৮, ০৯, ১০, ১১, ১২, ১৩, ১৯, ২০, ২১ নং ওয়ার্ড নিয়ে গঠিত।