শিরোনাম
দাঙ্গা লাগিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কুমিল্লায় সাম্প্রদায়িক সংঘাত ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
রোববার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব হাত ধোয়া দিবসের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তাজুল ইসলাম বলেন, মন্দিরে কুরআন শরিফ কী করে গেল? কে নিয়ে গেল? উদ্দেশ্য একটিই— দাঙ্গা লাগাইয়া দেওয়া।
‘এই দাঙ্গা লাগাইতে পারলে সুবিধা হবে কী? দেশটা পিছিয়ে যাবে, দেশের অগ্রগতি সব বন্ধ হয়ে যাবে। আর বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।’
হাত ধোয়া দিবসের অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাটালি চুয়ার্ড, বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি ভেরা মেন্ডোনকা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান উপস্থিত ছিলেন।