পিটার হাস নয়, জনগণ‌ই আমাদের শক্তি

ফানাম নিউজ
  ১৯ অক্টোবর ২০২৩, ০১:৩৯

পিটার হাস বিএনপির অবতার আর আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। তাই বিদেশিদের কাছে ধরনা দিয়ে নয়, জনগণের জন্য রাজপথে রয়েছে আওয়ামী লীগ। একাত্তরের ঘাতক, পঁচাত্তরের খুনিরা এক হয়েছে। সতর্ক থাকবেন সবাই। বুধবার (১৮ অক্টোবর) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, 'একাত্তরের ঘাতক, পঁচাত্তরের খুনিরা এক হয়েছে। একদিকে ওরা আরেক দিকে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী । এক চুলও নড়বে না। এরা চোরাইপথে অস্ত্র আমদানি করছে। সতর্ক থাকবেন সবাই। আমাদের জয় হবে।'

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান বলেন, 'পিটার হাসকে অবতার বলেছেন বিএনপি নেতারা। জনগণের ওপর বিশ্বাস নেই তাদের। আমরা জনগণের ওপর বিশ্বাস করি। বিশ্বাস করেই দেশ স্বাধীন হয়েছে। জনগণের ওপর বিশ্বাস রাখুন, জনগণ‌ই শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবে।'

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, 'আজ আমরা শেখ রাসেলের জন্মদিন পালন করছি, আজ আমাদের প্রতিজ্ঞা শেখ রাসেলকে হত্যা করেছে যারা তাদের প্রতিহত করবো। তারা রাস্তায় নামবে। আমরাও নামবো। এমন প্যাঁদানি দেবো, বুড়িগঙ্গায় ফেলে দেবো।'

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, 'কুকুরের লেজ ধরে রাখলে সোজা থাকে। ছেড়ে দিলে বেঁকে যায়। বিএনপি দলটিও তাই। এদের থেকে সাবধান থাকুন।‌'

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, 'ওদের দলের নেতা খুনি খালেদা জিয়া। ওদের দলের নেতা খুনি তারেক রহমান। ওদের উন্নয়ন ভালো লাগে না। সাফল্য ভালো লাগে না। এই জনতা জেগে আছে। জনতার ঢল দেখেন নাই মির্জা ফখরুল ইসলাম। জনতা সতর্ক রয়েছে। কোনো অস্থিরতা করলে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।'