শিরোনাম
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘নির্বাচন এলে একটি মহল সনাতন সম্প্রদায়ের ওপর অত্যাচার নির্যাতনের অপচেষ্টা চালায়। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে শনিবার দুপুরে উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ চৌধুরী। সম্মানিত অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। উদ্বোধনী বক্তৃতা করেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন। মঙ্গলপ্রদীপ প্রজ্বালণ ও চণ্ডীপাঠ করেন পদুয়া শ্রী গুরু আশ্রমের অধ্যক্ষ প্রসিদ্ধানন্দ সরস্বতী মহারাজ।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক সুপায়ন সুশীলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, চট্টগ্রাম জেলা পূজা পরিষদের যুগ্ম সম্পাদক বিশ্বজিত পালিত, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন মুহুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি শৈবাল চক্রবর্ত্তী, উপজেলা পূজা পরিষদ নেতা মাস্টার সুকোমল বিকাশ শীল, অজিত শীল, দুলাল কান্তি দাশ, ডা. রুপন কান্তি শীল, সমীরন দত্ত, ইউনিয়ন পূজা পরিষদ নেতা শুভ শীল, টিপলু নাথ, শিবু চক্রবর্ত্তী, সমীর চক্রবর্ত্তী সাগর, সমীর মহাজন, কাঞ্চন দাশ, শিপন সাহা প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈবাল চক্রবর্ত্তী ও সুপায়ন সুশীলকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।