শিরোনাম
মুখোমুখী অবস্থানে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে হাতাহাতি ও বোতল ছোড়াছুড়িতে জড়িয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির নিউইয়র্ক শাখার নেতাকর্মীরা। অবস্থা বেগতিক দেখে একপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা দুই দলের নেতাকর্মীদের ৪৬ স্ট্রিট সড়কের দু’মাথায় সরিয়ে দেন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ৪৬ স্ট্রিট সড়কের সামনে এ ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ভাষণ দেবেন।জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে প্রধানমন্ত্রী তার ভাষণে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ও অন্যান্য বৈশ্বিক-আঞ্চলিক বিষয় তুলে ধরবেন স্থানীয় সময় বেলা একটায়।
এই দিন সকাল থেকেই জাতিসংঘের সদরদপ্তরের সামনের ৪৭ নম্বর সড়কে মুখোমুখি অবস্থান নিয়েছে আওয়ামীলীগ ও বিএনপির সমর্থকেরা। এই সময় বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকেরা একে অপরকে পানির বোতল ছুড়ে মারতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের সরিয়ে দেয় নিউইয়র্ক পুলিশ।
ঘটনাস্থলে সরেজমিনে দেখা গেছে, আওয়ামী লীগ নিউইয়র্ক শাখার নেতা-কর্মীরা বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে শান্তি সমাবেশ করছে, অন্যদিকে নিউইয়র্ক বিএনপির নেতা-কর্মীরা গো ব্যাক গোব্যাক স্লোগান দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছে। দুই দলের সমাবেশ শান্তিপূর্ণ করতে সড়কের মাঝখান ব্যারিকেড দেয় নিউইয়র্ক পুলিশ।
নিজ নিজ দলের রাজনৈতিক কর্মসূচির এক পর্যায়ে ব্যারিকেডের তোয়াক্কা না করে একে অপরের দিকে বোতল ছুড়ে মারা শুরু করেন আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীরা। তার কিছুক্ষণের মধ্যে ৪৬ নম্বর সড়ক থেকে অন্য সড়কে বিএনপি সমর্থকদের সরিয়ে দেয় নিউইয়র্ক।
সড়ক থেকে সরিয়ে দেয়া প্রসঙ্গে আলতামাস হোসেন নামের এক বিএনপি কর্মী বলেন, বোতল ছুড়াছুঁড়ির ঘটনায় পুলিশ সরিয়ে দিচ্ছে। তবে ৪৬ নম্বর সড়কের সামনের নির্দিষ্ট একটা অংশে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকেরা।