শিরোনাম
জাতীয় নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, দেশের রাজনৈতিক অঙ্গনে ততই উত্তপ্ত হচ্ছে। তৎপরতা বাড়ছে রাজনৈতিক দলগুলোর। সক্রিয় হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটও। তৎপরতার অংশ হিসেবে আগামী সোমবার (৭ আগস্ট) বিকেলে ঢাকায় সমাবেশের ডাক দিয়েছেন ১৪ দলীয় জোট নেতারা।
শুক্রবার (৪ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলীয় জোটের যৌথসভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, জাসদের শিরিন আখতারসহ জোটের নেতারা অংশ নেন।
সভায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সোমবার (৭ আগস্ট) বিকেলে ঢাকায় সমাবেশ করবে ১৪ দল। এরপর এ মাসেও আরও চারটি সমাবেশ অনুষ্ঠিত হবে। জোটের যৌথসভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
জোট নেতারা বলেন, এবারের নির্বাচন দেশ রক্ষার, উন্নয়ন অগ্রযাত্রার। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল মিলে বিএনপি-জামায়াতকে উৎখাত করা হবে। অতীতের মতোই ঐক্যবদ্ধভাবে তাদের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি নির্বাচন চায় না। তাদের চক্রান্ত প্রতিহত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।