সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম বঙ্গমাতার নামে করতে সংসদে এমপি হাবিবের প্রস্তাব  

লিয়ন মীর
  ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৪

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মেডিকেল বিশ্ববিদ্যালয় নামকরণের প্রস্তাব করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য  ও সিলেট-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য  হাবিবুর রহমান হাবিব । 

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে শুভেচ্ছা বক্তব্যে তিঁনি এই প্রস্তাব করেন। 

এমপি হাবিব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের নামে বৃহত্তর সিলেটে উল্লেখযোগ্য কোনো প্রতিষ্ঠান নেই। তাই আমাদের সিলেট মেডিকেল বিশ্ববিদ্যায়টির নামকরণ যেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে করা হয় এই মহান জাতীয় সংসদে সেই দাবি জানাচ্ছি। এসময় বঙ্গবন্ধু ও বঙ্গমাতাকে স্মরণ করে এমপি হাবিব আরো বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনেকবার সিলেটে এসেছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে বক্তব্য দেওয়ার পর গ্রেপ্তার হয়ে বঙ্গবন্ধু সিলেটের কারাগারেও বন্দি ছিলেন । 

এর আগে গত ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ১১ সেপ্টেম্বর দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করনে এমপি হাবিব। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর কাছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বিশ্ববিদ্যালয় নামকরণের প্রস্তাব করেন তিঁনি। প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছিলেন বলে জানিয়েছিলেন এই সাংসদ। এবং শিগগিরই এ নামকরণের প্রক্রিয়া শুরু হবে বলেও তখন জানান তিঁনি।

উল্লেখ্য, গত বুধবার (১৫ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন নব নির্বাচিত এই সংসদ সদস্য।