শিরোনাম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি আওয়ামী লীগের আছে। কেননা রাজপথই আমাদের শক্তি। আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথেই থাকবে। আর আগামীতেও জনগণের রায় নিয়ে ধারাবাহিক চতুর্থবারের মতো ক্ষমতায় আসবে আওয়ামী লীগ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) নগরীর কোতোয়ালী ইয়াকুব আলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক সিটি মেয়র নাছির বলেন, আওয়ামী লীগের হারাবার কিছুই নেই। আমরা বঙ্গবন্ধুর জাতীয় চারনেতাসহ হাজার হাজার নিবেদিতপ্রাণ নেতাকর্মীকে হারিয়েছি। তারপরও আমাদের বিজয় রথ থামেনি। এই বিজয় রথের জয়যাত্রা অব্যাহত রাখতে এখন থেকে মানুষের ঘরে ঘরে যেতে হবে। কেননা মানুষ উন্নয়ন দেখে, নানান প্রাপ্তি দেখেছে। এই উন্নয়ন ও প্রাপ্তি যাতে ধুয়ে-মুছে না যায় সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে।
আওয়ামী লীগ নেতা স্বপন কুমার মজুমদারের সভাপতিত্বে ও আব্দুল হাইয়ের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আলহাজ নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ খোরশেদ আলম সুজন, এম. জহিরুল আলম দোভাষ, আলহাজ আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, আবুল মনছুর, ইউসুফ সরদার, হাজী বেলাল আহমদ প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সর্র্বসম্মতিক্রমে কণ্ঠভোটে বাবু স্বপন কুমার মজুমদারকে সভাপতি ও ফারুক আহমদকে ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।