শিরোনাম
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৩টার দিকে নগরীর বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাইফুল গোসাইলডাঙ্গা ৩নং ফকির হাট এলাকার মো. হারুনের ছেলে। তার বিরুদ্ধে আদালতের চারটি পরোয়ানা ছিল বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান।
ওসি জানান, সাইফুল আললের বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্যসচিব আবুল হাশেম বক্কর।
বিবৃতিতে নেতারা বলেন, সারাদেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে বর্তমান অবৈধ সরকারের পতনের আন্দোলনে রাজপথে নেমেছে, তখনই সরকার গ্রেফতার আতঙ্ক শুরু করে দিয়েছে। জোর করে ক্ষমতায় টিকে থাকতে তারা বিএনপির ওপর দমন-পীড়ন চালাচ্ছে।
তারা বলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম একজন পরিশ্রমী, ত্যাগী ও বলিষ্ঠ ছাত্রনেতা। ছাত্রদলকে সুসংগঠিত করতে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিল। তাকে রাজনীতির মাঠ থেকে দূরে রাখতেই অন্যায়ভাবে গ্রেফতার করেছে পুলিশ। তার মামলাগুলো সব রাজনৈতিক মামলা।
এভাবে একজন নিরাপরাধ ছাত্রনেতাকে তার পরিবারের সদস্যদের লাঞ্ছিত করে বাসা থেকে গ্রেফতার করা অত্যন্ত জঘন্য ঘটনা বলে বিবৃতিতে উল্লেখ করেন নেতারা।