শিরোনাম
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নিয়ে জনগণকে আবারও বিপদে ফেলবে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ হয়।
বিএনপির ‘বিপ্লব ও সংহতি দিবস’ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে এ কর্মসূচি পালন করে স্বেচ্ছাসেবক দল।
মির্জা ফখরুল বলেন, দুর্নীতির মাধ্যমে রিজার্ভ ফাঁকা করে দিয়েছে সরকার। সংশ্লিষ্টরা রিজার্ভের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। সেই শূন্যস্থান পূরণে আইএমএফের ঋণ নিচ্ছে সরকার। এভাবে জনগণের কাঁধে আরও বোঝা চাপাচ্ছে তারা।
তিনি বলেন, আইএমএফের কাছ থেকে ঋণ পেয়ে ডুগডুগি বাজাচ্ছে সরকার। তারা জোর গলায় বলেছিল, লোনের দরকার হবে না। আমার প্রশ্ন হলো, তাহলে এখন কেন লোন নিচ্ছে?
বিএনপি মহাসচিব বলেন, দুর্নীতির মাধ্যমে রিজার্ভ ফাঁকা করে ফেলেছে সরকার ঘনিষ্ঠরা। এ অবস্থায় তারা আইএমএফের ঋণ পরিশোধ করবে কীভাবে? এটি জনগণের কাঁধে বোঝা হয়ে যাবে।
মির্জা ফখরুল বলেন, এ সরকার অবৈধভাবে ক্ষমতায় আসার পর জনগণের ওপর ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। করোনাকালেই মেগা প্রকল্পগুলো বন্ধ করতে বলেছিলাম আমরা। তখন সেটা করলে এ পরিস্থিতি হতো না।
তিনি বলেন, অর্থপাচার করে বিদেশে ব্যবসা করার হিড়িক পড়েছে বাংলাদেশি। নির্দিষ্ট একটি দেশে বিনিয়োগ করছেন তারা। সেখানকার শেয়ার ব্যবসাসহ নানা স্থানে টাকা খাটাচ্ছেন তারা।