মিডিয়া কাভারেজের জন্য পুলিশের সঙ্গে সংঘর্ষ করে বিএনপি : কাদের

ফানাম নিউজ
  ০২ সেপ্টেম্বর ২০২২, ১৩:০১

আন্দোলন জমানো, দৃষ্টি আকর্ষণ এবং মিডিয়া কাভারেজের জন্য বিএনপির নেতাকর্মীরা নিজেরাই পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) যখনই রাজপথে আসে, তখন আন্দোলন জমানোর জন্য, দৃষ্টি আকর্ষণের জন্য, মিডিয়া কাভারেজের জন্য নিজেরাই পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। যাতে পুলিশ তাদের ওপর চড়াও হয়। পুলিশকে আপনি আক্রান্ত করবেন, পুলাশ কি নিজেকে রক্ষা করবে না? অবশ্যই রক্ষা করবে।

সে সময় আশঙ্কা প্রকাশ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, তারা (বিএনপি) ২০১৩-১৪ তে যেভাবে আগুন সন্ত্রাস-বোমাবাজি করেছিল, তারা সেটারই পুনরাবৃত্তি ঘটাতে চাইবে। তারা জানে, নির্বাচন করে শেখ হাসিনা সরকারকে হটাতে পারবে না।

তাদের (বিএনপি) কর্মীরা এখন আর কর্মী নেই, দুর্বৃত্ত হয়ে গেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতৃত্বে শহরের দুই নম্বর গেট এলাকায় সমাবেশে বাধা দেয় পুলিশ। এ নিয়ে প্রথমে তর্ক, পরে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নেতাকর্মীরা বৃষ্টির মতো ইটপাটকেল ছোড়ে অপরদিকে পুলিশ গুলি করে ও টিয়ারশেল ছোড়ে। তখন গুলিবিদ্ধ হয় শাওন। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, আনার আগেই গুলিবিদ্ধ শাওন মারা গেছে।