‘বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড জিয়াউর রহমানকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়নি’

ফানাম নিউজ
  ২৭ আগস্ট ২০২২, ১৭:০১

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের অনেকেই এখনও খোলস পরে ঘুরে বেড়াচ্ছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যা মামলার চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি মারা যাওয়ায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি। তবে, ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ধারা ১৭৩(৩) অনুসারে বঙ্গবন্ধু হত্যা মামলার মাস্টারমাইন্ড, ষড়যন্ত্রকারী এবং সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করে একটি সম্পূরক চার্জশিট আদালতে দাখিলের সুযোগ রয়েছে।

শনিবার (২৭ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিমকোর্ট মিলনায়তনে পিরোজপুর জেলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সম্পূর্ণ বিচার এখনও হয়নি। এই হত্যার পেছনে যারা ছিলেন; তাদের বিচার হয়নি। হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের অনেকেই এখনও খোলস পরে ঘুরে বেড়াচ্ছেন। তাদের বিরুদ্ধে নতুন করে চার্জশিট দিতে কোনো বাধা নেই বলে মনে করেন তিনি।

তিনি বলেন, যারা ’৭১-এ পরাজয় মেনে নিতে পারেননি, তারাই এই হত্যার ষড়যন্ত্র করেছিলেন। জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড। খুনিদের সঙ্গে জিয়ার বৈঠক হয়। সেখানে জিয়া বলেছেন, গো অ্যাহেড। পরে খুনিদের নার্সিং করেছেন জিয়া, এরশাদ ও খালেদা। জিয়া মুক্তিযুদ্ধের চেতনাকে বিপরীতমুখী করেছিলেন। আর যারা বলছেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে; তারা জ্ঞানপাপী; তারা পাকিস্তানের দোসর বলে মন্তব্য করেন তিনি।

এতে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমু বলেন, সাম্প্রদায়িক শক্তি বঙ্গবন্ধুর স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি আর আন্তর্জাতিক শক্তি মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। যদি শেখ হাসিনা ক্ষমতায় না আসতেন, তাহলে বিচারের রায় কার্যকর হতো না। তিনি বলেন, এই দুর্দিনেও অন্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। বিভিন্ন সংকটেও শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ উত্তরণ ঘটিয়েছে।

পিরোজপুর জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা এম শামসুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন জাতীয় পার্টি জেপির সভাপতি সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী প্রমুখ।