শিরোনাম
‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের অনুপ্রেরণা জোগায়। আমরা বর্তমানে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রামে আছি, তার মূল প্রেরণা জোগায় কবি নজরুল ইসলাম এবং তার রচিত গান ও কবিতা’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিতে বিএনপির শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
এদিন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রিজভী বলেন, আজ বাংলাদেশ স্বাধীন হলেও মানুষের নাগরিক স্বাধীনতা নেই। কেউ সত্য উচ্চারণ করতে পারেন না। চলাচল করতে গেলে, কথা বলতে গেলে ভীতির সঞ্চার হয়। এই ভয়ের পরিবেশের বিরুদ্ধে কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজ প্রাসঙ্গিক। তার তুঙ্গস্পর্শী লেখনি আমাদের উজ্জীবিত করে। যে কারণেই আমরা তাকে স্মরণ করছি।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ২৭ আগস্ট শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে সমাহিত করা হয়।