ফের রাজপথে সংঘাত-সংঘর্ষ হতে পারে: জাফরুল্লাহ 

ফানাম নিউজ
  ০৭ অক্টোবর ২০২১, ১১:০০

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, নির্বাচনকালীন সরকার, নির্বাচন কমিশন গঠনসহ রাজনৈতিক সংকট সমাধানে আলোচনার বিকল্প নেই। আলোচনায় বসলে যে ফরমেটেই হোক সমাধান বেরিয়ে আসবে। আলোচনা ছাড়া কোনো সমাধান সম্ভব নয়। সমঝোতায় না হলে ফের রাজপথে সংঘাত-সংঘর্ষ হতে পারে, যা কারও কাম্য নয়। 

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আলোচনায় বসা জরুরি হলেও ক্ষমতাসীনরা তা নাকচ করে দিয়েছে। তারা নির্বাচনের নামে প্রতিটা খেলাকে জায়েজ করছে। অতীতে তারা কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছে। সামনে হয়তো নতুন কিছু করে ক্ষমতায় আসার কথা ভাবছে। যদি এমনটা ভেবে থাকে, তাহলেও তো তারা আলোচনায় বসতে চাইবে না।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমান সংকট সমাধানে আমি নিজে একটা প্রস্তাব দিয়েছিলাম। দুই বছরের জন্য একটা জাতীয় সরকারের প্রস্তাব করেছিলাম। এ সময় নির্বাচন কমিশন গঠন, নির্বাচনকালীন সরকারসহ অমীমাংসিত বিষয়গুলো সমাধান করা যেতে পারে। যাতে ভবিষ্যতে এ ইস্যুতে কোনো সংকট তৈরি না হয়। আমার প্রস্তাব হোক বা অন্য কোনো ফরমেটে হোক, একটা সমাধানে আসা উচিত। কিন্তু এভাবে তারা জোর করে কতদিন ক্ষমতায় থাকতে পারবে। বিএনপি মাঠে নেই বলে হয়তো সরকার এটা নিয়ে খেলছে। তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষ সংঘাত চায় না। তারা চায় শান্তি। আলোচনার মাধ্যমে সংকটের সমাধান। তিনি সরকারকেও আলোচনার মাধ্যমে সমাধানে আসার আহ্বান জানান। সূত্র: যুগান্তর