বঙ্গমাতার জন্মবার্ষিকীতে বাংলাদেশ তাঁতী লীগের শ্রদ্ধা

ফানাম নিউজ
  ০৮ আগস্ট ২০২২, ১৩:২৪
আপডেট  : ০৮ আগস্ট ২০২২, ১৩:৩৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা, বাঙালির স্বাধীনতার লড়াই-সংগ্রাম-আন্দোলনে নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী আজ (৮ আগস্ট)।

এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় বঙ্গমাতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতী লীগের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক শ্রী খগেন্দ্র চন্দ্র দেবনাথ, কার্যকরী সভাপতি শ্রীমতী সাধনা দাশ গুপ্তা সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের সভাপতি আলহাজ্ব হামিদ আহমেদ, সাধারণ সম্পাদক এস এম মোশারেফ হোসেন, সহ-সভাপতি সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, মোঃ কামাল হোসেন সহ নগর, থানা, ওয়ার্ড, ইউনিট নেতৃবৃন্দ।

তারা মোনাজাতের মাধ্যমে বঙ্গমাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

কর্মসূচির বিষয়ে গণমাধ্যমের কাছে অবহিত করে ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের সহ-সভাপতি সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো বলেন, বঙ্গমাতা জাতির পিতার সহধর্মিণীই ছিলেন না, বাঙালির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলন ও মুক্তিসংগ্রামের নেপথ্যের কারিগর হিসেবে প্রতিটি পদক্ষেপে তাকে সক্রিয় সহযোগিতা করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় চেতনাকে আরও শাণিত করেছিলেন তিনি। তাঁতী লীগের পক্ষ থেকে আজ সারাদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধার সাথে বঙ্গমাতাকে স্মরণ করা হবে। সেভাবেই তাঁতী লীগ ঢাকা মহানগর উত্তর তাদের কর্মসূচি সাজিয়েছে।