শিরোনাম
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট তিনিসহ সবাই খুশি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার (১০ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
এই বাজেটকে সময় উপযোগী আখ্যায়িত করে অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান জাহিদ মালেক।
তিনি বলেন, বাজেটে তেমন কোনো ট্যাক্স বাড়ানো হয়নি। বাজেটে গবেষণাকে জোর দেওয়া হয়েছে। যেটা যুগোপযোগী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই বাজেটে ভর্তুকি বেশি দেওয়া হয়েছে। এটা সবার জন্যই ভালো। এই বাজেটে তেমন কোনো প্রশ্ন নেই। স্বাস্থ্য শিক্ষায় খুব জোর দেওয়া হয়েছে। আমরা সবাই খুশি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মুসলিম চৌধুরী প্রমুখ।
সূত্র: আরটিভি