শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে 'গ' ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ। এ কর্মসূচি পালনকালে তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
শুক্রবার সকালে বিএনপির ছাত্র সংগঠনটির নেতা-কর্মীরা ক্যাম্পাসে যান। তবে দলের পক্ষে পুলিশের বাধা পাওয়ার অভিযোগ করা হয়েছে।
বিএনপির ফেসবুক পেজে ছবি প্রকাশ করে এ বিষয়ে বলা হয়, ‘সেখানে সরকারের পেটোয়া পুলিশ বাহিনীর বাধার সম্মুখীন হয় তারা। পরবর্তীতে সকল বাধা পেরিয়ে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানায় ও ক্যাম্পাস প্রদক্ষিণ করে ছাত্রদলের নেতৃবৃন্দ।’
এর আগে গত ২৪ মে ঢাবির দোয়েল চত্বর এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অনেকেই আহত হয়। এ ঘটনার প্রতিবাদে পরবর্তীতে আয়োজিত ছাত্রদলের কর্মসূচিও সংঘর্ষে রূপ নেয়।
সূত্র: দেশ রূপান্তর