শিরোনাম
বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধনে দেশি-বিদেশি অতিথিদের পাশাপাশি বিএনপি নেতাদেরও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২৪ মে) দুপুরে রাজধানীর গণভবনে পদ্মাসেতুর উদ্বোধনের তারিখ নির্ধারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের জানান, আগামী ২৫ জুন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে পদ্মা সেতু। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন।
এদিন বিএনপিকে আমন্ত্রণ জানানো হবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, সবাইকে আমন্ত্রণ জানানো হবে। যারা বেশি বিরুদ্ধে বলছেন তাদেরকে আগে (আমন্ত্রণ) দেবো।
প্রধানমন্ত্রীর নির্দেশে পদ্মা নদীর নামেই সেতুর নামকরণ করা হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের তারিখ নির্ধারণের সামারিতে সই করেছেন। তবে নামকরণের সামারিতে সই না করে তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন-পদ্মাসেতু পদ্মা নদীর নামেই হবে।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাওয়া প্রান্তে সুধী সমাবেশ এবং জাজিরা প্রান্তে জনসভা করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।
সূত্র: আরটিভি