শিরোনাম
ভালো লোকদের দলে টানতে আর খারাপদের বের করে দিতে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (১৪ মে) মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগে কেউ অপকর্ম করলে রেহাই পায় না, বিএনপির আমলে এমন একটাও নজির নেই যে, তারা শাস্তি দিয়েছে।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, যারা নিজ দলের চেয়ারপারসনের (খালেদা জিয়া) মুক্তির জন্য দেখার মতো একটি মিছিলও করতে পারেনি, তাদের মুখে সরকার পতনের আন্দোলনের কথা মানায় না।
‘বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, বাংলাদেশ ঋণগ্রস্ত নয়, বাংলাদেশ শ্রীলঙ্কাকেও ঋণ দিয়েছে। বাংলাদেশের মানুষ খুশি থাকলে মির্জা ফখরুলদের মন খারাপ হয়ে যায়।
এ সময় আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে মির্জা ফখরুল বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে ভাসতে ভাসতে এখন শ্রীলঙ্কা দ্বীপে পৌঁছেছেন বলে মন্তব্য করেনে তিনি।
সূত্র: আরটিভি