শিরোনাম
কুমিল্লার দাউদকান্দিতে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বাড়িতে এবং চান্দিনায় এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদের বাড়িতে হামলা কোনো সাধারণ ঘটনা নয় বলে মনে করছে বিএনপি।
সোমবার রাতে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির একজন প্রভাবশালী সদস্য।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বলেন, দাউদকান্দিতে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বাড়িতে এবং চান্দিনায় এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদের বাড়িতে হামলা কোনো সাধারণ ঘটনা নয়, এগুলো পরিকল্পিত। তা ছাড়া সরকার নির্বাচন নিয়ে এখন যা বলছে তা প্রতারণার অংশ।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় অবস্থান নির্ধারণ করতে সোমবার রাতে স্থায়ী কমিটি বৈঠক করে বলে বিএনপির এ নেতা জানান। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে যে বক্তব্য এসেছে তা পর্যালোচনা করেছেন নেতারা।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের অবস্থান তুলে ধরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির ওই নেতা বলেন, এক দিকে বলছে নির্বাচন কমিশন স্বাধীন অন্য দিকে সরকারই সিদ্ধান্ত দিচ্ছে ইভিএমে সারাদেশের তিন শ আসনে ভোট হবে।
তিনি জানান, বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।
এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানিয়েছেন মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হবে। পরে দুপুর ১২টায় সেখানে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল।
সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচির ঘোষণা আসতে পারে সংবাদ সম্মেলন থেকে।
সূত্র: দেশ রূপান্তর