শিরোনাম
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ডিজিটাল যুগে কাগজকে জাদুঘরে রাখার আহ্বান জানিয়েছেন।
কবে যে কাগজে লিখেছিলাম সেটি ভুলে গেছি। মাঝে মধ্যে কাগজে সই করতে হয় কিন্তু লেখাতো হয়না।
শুক্রবার (৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট দিয়ে এ কথা জানান তিনি।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সেই পোস্ট পাঠকের উদ্দেশ্যে তুলে ধরা হলো -
কবে যে কাগজে লিখেছিলাম সেটি ভুলে গেছি। মাঝে মধ্যে কাগজে সই করতে হয় কিন্তু লেখাতো হয়না। আমি যে বলি কাগজের সভ্যতা সমাপ্ত হচ্ছে এটি কি তারই লক্ষ্মণ?
তিনি আরও লিখেছেন, পরিবেশের কারণেও কাগজ ব্যবহার না করা ভালো। বন সাফ করতে হয় কাগজ বানাতে যা মানবজাতি কখনও মেনে নিতে পারেনা। একটি ডিজিটাল যন্ত্র কাগজের সবচেয়ে উত্তম বিকল্প। আসুন ডিজিটাল হই-কাগজ জাদুঘরে-বইপত্রে থাক।
উল্লেখ্য, মোস্তাফা জব্বার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য পরিচিত হলেও তার কর্মকান্ড কেবল এই জগতেই সীমিত নয়। তিনি শিক্ষায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের ব্যাপারেও অবিরাম কাজ করে যাচ্ছেন। তার মাইলফলক কাজের মধ্যে রয়েছে কম্পিউটারে বাংলা ভাষার প্রয়োগ, প্রচলন ও বিকাশের যুগান্তকারী বিপ্লব সাধন করা, শিক্ষায় তথ্যপ্রযুক্তির ব্যবহার। তথ্যপ্রযুক্তি ও সাধারণ বিষয়ের ওপর অনেকগুলো বইয়ের লেখক, কলামিস্ট ও সমাজকর্মী জনাব মোস্তাফা জব্বার এরই মাঝে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনেকগুলো পুরষ্কারে ভূষিত হয়েছেন। তিনি গত ৭ জানুয়ারি ২০১৯ তারিখ দ্বিতীয়বারের মত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন।
সূত্র: আরটিভি