জবাবদিহিমূলক সরকার থাকলে নিত্যপণ্যের দাম বাড়ত না : রিজভী

ফানাম নিউজ
  ০২ মে ২০২২, ১৭:২৮

‘দেশে জবাবদিহিমূলক সরকার থাকলে নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ত না’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২ মে) সকালে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, যদি দেশে জবাবদিহিমূলক সরকার থাকত, তাহলে তারা সয়াবিন তেলের সিন্ডিকেট-কালোবাজারি করছে যারা, তাদেরকে গ্রেপ্তার করত। কিন্তু তা হচ্ছে না।

দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণ হিসেবে তিনি বলেন, উন্নয়নের নামে টাকা পাচার হচ্ছে, ভয়াবহ মুদ্রাস্ফীতি হচ্ছে। এতে স্বল্প আয়ের মানুষ, শ্রমিকদের আয় বাড়েনি।

সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অভিঘাতে ক্ষত-বিক্ষত বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

সূত্র: আরটিভি