নিউমার্কেটের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চায় গণফোরাম

ফানাম নিউজ
  ২৫ এপ্রিল ২০২২, ১৩:৩৫

নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্র ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে গণফোরাম। 

দলটি বলেছে, রাষ্ট্রে ন্যায়বিচার অনুপস্থিত, তবুও বিচার বিভাগীয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করতে হবে।

গতকাল রোববার (২৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী এ কথা বলেছেন। 

বিবৃতিতে গণফোরাম নেতৃদ্বয় বলেন, নিউমার্কেটে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় অপরাধীদের আড়াল করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিরোধী মতের ওপর দোষ চাপানোর অপচেষ্টা করছে। ঘটনার সূত্রপাত ঘটে ছাত্রলীগের কর্মকান্ডে, এর ব্যাপকতা বৃদ্ধি পায় পুলিশের দায়িত্বহীনতায়-নিষ্ক্রিয়তায়। এখন দেখছি, সরকারের মন্ত্রীরা দায়সারা হয়ে দোষ চাপাচ্ছে বিরোধী মতের ওপর; এই সংঘাতের মামলায় বিএনপির নেতাকর্মীদের জড়ানো এর সবচেয়ে বড় উদাহরণ।