শিরোনাম
তিলকে তাল না বানানোর অনুরোধ জানিয়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, বর্তমান সরকারের নেতৃত্বে চারদিকে উন্নয়নের জোয়ার বইছে, এটা অনেকেই মেনে নিতে পারছেন না। তাই বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি চক্র দলে প্রবেশ করে দলের লোকজনকে বিভিন্নভাবে প্রভাবিত করে আওয়ামী লীগ সরকারকে বিপদে ফেলেতে এমনকি জনমনে হেয়প্রতিপন্ন করতে মরিয়া হয়ে উঠেছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছে এরা।
তিনি বলেন, কারও কথায় কান দিয়ে আমরা যেন আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ না করি। তিলকে তাল না বানানোর অনুরোধ করেন তিনি। তিনি বলেন, একটি মিথ্যা জিনিসকে বারবার সত্য বললে তা সত্যে পরিণত হয়। আমরা এই কাজটা যেন না করি।
বুধবার দুপুরে গাজীপুরের বাসন এলাকায় তার বাসভবন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মেয়র জাহাঙ্গীর আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শ নিয়েই রাজনীতি করে আসছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির আদর্শ এবং বাংলার মানুষকে কীভাবে হৃদয় থেকে ভালোবেসেছিলেন তা বুঝতে পেরে আমার মধ্যে তার প্রতি শ্রদ্ধার জন্ম হয়।
ছাত্রজীবনে প্রবেশ করার পর প্রায় সময়ই বিদ্যালয় প্রাঙ্গণে যখন জয় বাংলার স্লোগান শুনতাম, পরে বাসায় গিয়ে বাবা মা’র মুখে বঙ্গবন্ধুর কথা জানতে শুরু করলাম। এরপর থেকেই এই মহান নেতার রাজনৈতিক আদর্শ বুকে ধারণ করে ১৯৯২ সালে ছাত্রলীগের কর্মী হিসেবে ছাত্র রাজনীতিতে প্রবেশ করি। সেই থেকে আজও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শ নিয়েই রাজনীতি করে মানুষের সেবা করে আসছি।
নির্বাচিত হওয়ার পর একটি পরিকল্পিত নগর গড়ার প্রত্যয়ে দিন-রাত কাজ করে যাচ্ছি। মাত্র তিন বছরের মাথায় অনেকটাই বদলে গেছে রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা। বাসযোগ্য শহর গড়তে কোটি কোটি টাকার কাজ চলমান রয়েছে। আসুন সবাই একসঙ্গে মিলেমিশে আমার ও আপনার নগর উন্নয়নে সহযোগিতা করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করি- এই হোক আমাদের সবার প্রত্যয়।