২৬ মার্চ ঢাকায় ‘স্বাধীনতা শোভাযাত্রা’ করবে বিএনপি

ফানাম নিউজ
  ২৫ মার্চ ২০২২, ০৩:১৯

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ রাজধানী ঢাকায় ‘স্বাধীনতা শোভাযাত্রা’ করবে বিএনপি। বেলা তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা বের হবে।

নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে শোভাযাত্রাসহ স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচির মধ্যে আরও রয়েছে ২৬ মার্চ শনিবার ভোর ছয়টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত। এ ছাড়া ৩০ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হবে আলোচনা সভা।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, স্বাধীনতার ৫১ বছর অতিবাহিত হলেও দেশের মানুষ ব্রিটিশ ও পাকিস্তান আমলের চেয়ে খারাপ অবস্থায় আছে। চারদিকে দম বন্ধ করা পরিস্থিতি বিরাজ করছে। ক্ষমতার নেশায় বর্তমান শাসকগোষ্ঠী দেশকে এক অচেনা গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে।

রুহুল কবির আরও বলেন, এই অরাজকতার মধ্যেও স্বাধীনতার মূল চেতনা বহুদলীয় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। গণদুশমনদের প্রতিরোধ করে ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

সূত্র: প্রথম আলো