গণতান্ত্রিক সংলাপের চেয়ে ষড়যন্ত্রের পথ অবলম্বনেই বিএনপির আগ্রহ : ওবায়দুল কাদের 

ফানাম নিউজ
  ২৩ মার্চ ২০২২, ১৭:০৪
আপডেট  : ২৩ মার্চ ২০২২, ১৭:১৬

‘নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বিএনপির কোনো আগ্রহ নেই’— বুধবার এক বিবৃতিতে দলটির মহাসচিবের এমন বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশবাসী জানে গণতান্ত্রিক সংলাপের চেয়ে ষড়যন্ত্রের মাধ্যমে অন্ধকারের পথ অবলম্বনেই বিএনপির আগ্রহ।  

আওয়ামী লীগ সরকার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইন প্রণয়ন করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সেই আইনের ভিত্তিতে গঠিত অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশন গঠনে সব রাজনৈতিক দল এমনকি ব্যক্তিগত পর্যায়েও নাম প্রস্তাবের আহ্বান করে।

তিনি বলেন, সারা দেশের সবস্তরের জনগণের আগ্রহ আছে কি নেই তা এর মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে। 

সূত্র: যুগান্তর