সাভারে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটার অভিযোগ

ফানাম নিউজ
  ০২ মার্চ ২০২২, ১৩:২৮

‘নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধির’ প্রতিবাদে সাভারে সমাবেশ শেষে অনুষ্ঠিত মিছিলে পুলিশের বাধা ও লাঠিপেটার অভিযোগ করেছে বিএনপি।

সাভার বাসস্ট্যান্ড এলাকায় বুধবার সকালে সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সমাবেশ শেষে একটি মিছিল সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে বের হয়ে ব্যাংক কলোনির দিকে এগোতে থাকলে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সমাবেশ শেষে নেতা–কর্মীরা একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে এগোতে থাকে। কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই পুলিশ অতর্কিত হামলা ও নির্বিচারে লাঠিপেটা করে।

এ সময় অন্ততপক্ষে ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। কয়েকজনে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এ আটক নেতা–কর্মীদের মুক্তির দাবি জানান রিজভী।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির ডা. দেওয়ান মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, তমিজউদ্দিন ও নাজিম উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

সূত্র: দেশ রূপান্তর