বঙ্গবন্ধু ধাপে ধাপে মুক্তিযুদ্ধের চেতনায় জাতিকে ধাবিত করেছিলেন: প্রধানমন্ত্রী 

ফানাম নিউজ
  ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩৮

বঙ্গবন্ধু ধাপে ধাপে মুক্তিযুদ্ধের চেতনায় জাতিকে ধাবিত করেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমি দুঃখিত যে, আমি সশরীরে উপস্থিত থেকে পদক দিতে পারছি না।

তিনি বলেন, পঁচাত্তরের পরে ইতিহাস বিকৃত হয়েছিল। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর যে অবদান, তা মুছে ফেলা হয়েছিল। আসলে সত্যকে কেউ মুছে ফেলতে পারে না, ইতিহাস ঠিকই ফিরে আসে। আজকে আমাদের সেইদিন।

শেখ হাসিনা বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখে যাচ্ছেন, সকলকে আমরা সম্মাননা দিতে পারি না। তবুও আমাদের প্রচেষ্টা হচ্ছে যারা এক সময় অবদান রেখেছেন, যাদের মধ্যে অনেকেই হয়তো হারিয়েও যাচ্ছিলেন; আমরা তাদেরও খুঁজে বের করে সম্মান জানানোর চেষ্টা করে যাচ্ছি। যাতে করে ইতিহাস বিকৃতির হাত থেকে মানুষ মুক্তি পায়।

তিনি বলেন, তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সরকার কাজ করছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।