শিরোনাম
৮ মার্চ ২০২০। সেদিন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে প্রথমবারের মত জানানো হয় বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এরপর ১৮ই মার্চ বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু হয়। তারপর ২২ মার্চ থেকে শুরু হয় দফায় দফায় লকডাউন। আর এই লকডাউন মানুষের জীবনে বয়ে আনে অসহনীয় অর্থনৈতিক সংকট।
মহামারি করোনার থাবায় সবচেয়ে অসহায় হয়ে পড়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর খেটে খাওয়া মানুষ। এছাড়াও লকডাউনের কারণে হঠাৎ অর্থনৈতিক সংকটে পড়ে দেশের মধ্যবিত্ত শ্রেণি। সেই সঙ্গে বাড়তে থাকে বেকারত্ব।
করোনার সেই শুরু থেকে আজ পর্যন্ত এই সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন ফানাম নিউজ ও প্রবাসী পল্লী গ্রুপের পরিচালক জামিউর রহমান নাসিম। করোনার ভাইরাসের প্রাদুর্ভাবে হঠাৎ বেকার হয়ে পড়া, ছিন্নমূল, সুবিধাবঞ্চিত, ভবঘুরে, ভিক্ষুক ও সমাজের অন্যান্য স্তরের সংকটাপন্ন মানুষকে উপহার হিসেবে খাদ্য, নগদ অর্থ ও প্রয়োজনীয় বস্ত্র সহায়তা প্রদান করে চলেছেন তিনি। নিজের বাড়িতে আসা সাহায্য প্রর্থীদের দিচ্ছেন দু’হাত ভরে। আবার যেসব সংকটাপন্ন মানুষ প্রকাশ্যে সাহায্য নিতে সংকোচবোধ করেন তাঁদের দিচ্ছেন আড়ালে। এছাড়া রাস্তায় ঘুরে ঘুরে সামনে পড়া অসহায় মানুষের সহায় হয়ে দাঁড়াচ্ছেন নাসিম রহমান।
করোনার সংকটে কাজ হারানো মানুষদের কাজ দিয়ে বার বার প্রশংসিত হয়েছেন নাসিম রহমান। বিভিন্ন কোম্পানি যখন অর্থনৈতিক চাপে পড়ে কর্মী ছাটাই করেছে তখন এই স্বপ্নবাজ উদ্যোক্তা সংকট সামাল দিয়ে কাজ হারানো হতাশাগ্রস্ত অসংখ্য তরুণকে কাজের সুযোগ দিয়ে তাদের চোখে তারুণ্যের নতুন স্বপ্ন বুনে দিয়েছেন।
এবিষয়ে জানতে চাইলে নাসিম রহমান বলেন, এসব নিয়ে গণমাধ্যমের সঙ্গে অভিমত ব্যক্ত করার কিছু নেই। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এটাই জীবনের সার্থকতা।