দলীয় চাপে নতি স্বীকার করবে না এমন লোক ইসিতে চাই

ফানাম নিউজ
  ১৩ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৮

যারা দলীয় চাপের মুখে নতি স্বীকার করবেন না, সেই ধরনের লোকই নির্বাচন কমিশনে চাই বলে জানিয়েছেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

তিনি বলেন, সার্চ (অনুসন্ধান) কমিটিকে বলেছি, আপনারা এমন লোক বাছাই করুন, যারা নিজের বিবেকের কাছে ঠিক থাকবেন। তারা সাহসী থাকবেন, কোনো ভয় পাবেন না।

রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. জাফর ইকবাল বলেন, আমাদের সবার প্রস্তাব একটাই, আমরা এমন একটা দেশ চাই- সে দেশে যারাই রাজনীতি করবেন, তাদেরকেই মুক্তিযুদ্ধের পক্ষের হতে হবে। যতদিন সেটা না হচ্ছে ততদিন আমরা বুঝবো, আমাদের দেশে রাজনীতি সঠিকভাবে হচ্ছে না।

তিনি জানান, আমরা প্রস্তাব করেছি, যিনি নির্বাচন কমিশনার হবেন, তাকে অন্যান্য গুণাবলির সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হতে হবে। আজকে যারা উপস্থিত ছিলেন, সবাই একবাক্যে এটাই বলেছেন। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি যে পরিশ্রম করছে, এটা দেখেও আমরা খুশি হয়েছি। ভালো লাগছে, এই প্রথম আমাদের দেশে এতো সুন্দর একটি প্রক্রিয়ায় কাজটা হচ্ছে।

সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, এ দেশে এখনো স্বাধীনতাবিরোধী লোক আছেন। তারা কি একজন স্বাধীনতার পক্ষের কোনো মানুষকে গ্রহণ করবেন? কাজেই সর্বজন গ্রহণযোগ্য কথাটা একটু জটিল। আমরা সার্চ কমিটিকে বলেছি, আপনারা ভয় পাবেন না। আপনারা বিবেকের কাছে পরিষ্কার থাকেন।

তিনি জানান, কে কী বলছে, সেটা নিয়ে আপনারা (সার্চ কমিটি) মাথা ঘামাবেন না। আমরা বলেছি, আপনারা এমন লোক বাছাই করুন, যারা নিজের বিবেকের কাছে ঠিক থাকবেন। তারা সাহসী থাকবেন, কোনো ভয় পাবেন না।